কলকাতা

দল বিরোধী কার্যকলাপের জেরে জয়প্রকাশ-রীতেশকে শো-কজ করল বঙ্গ বিজেপি

কোথাও দলের অন্দরেই বিদ্রোহ, তো কোথাও পদ্ম ছেড়ে ঘাসফুলে ভিড়ছেন কর্মীরা। এবার এরই মাঝে দল বিরোধী কার্যকলাপের জন্য এবার কড়া পদক্ষেপের ইঙ্গিত দিল রাজ্য বিজেপি নেতৃত্ব ৷ যার প্রথম ধাপ হিসেবে শোকজ করা হল রাজ্য বিজেপির দুই বিক্ষুব্ধ নেতা জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারিকে। এই দুই নেতাকে পাঠানো দলীয় চিঠিতে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে সংবাদমাধ্যমে তাঁরা যে দলবিরোধী মন্তব্য করেছেন, তা দলীয় শৃঙ্খলাভঙ্গের সামিল ৷ তাই দলের শৃঙ্খলা রক্ষা কমিটির সুপারিশে ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে তাঁদের এই শোকজ করা হল ৷ আগামী ১৫ দিনের মধ্যে শোকজের লিখিত জবাব দিতে বলা হয়েছে এই দুই নেতাকে, অন্যথায় কড়া পদক্ষেপ করতে পারে দল ৷ সূত্রের খবর প্রয়োজনে এই দুই নেতাকে বহিষ্কারও করা হতে পারে ৷