কলকাতা

পঞ্চায়েত ভোট নিয়ে নজরদারি বাড়ানোর নির্দেশ, পুলিশকে সতর্ক করল নবান্ন

“পঞ্চায়েত নির্বাচনে স্পর্শকাতর অঞ্চলগুলিতে আপনাদের নজরদারি বাড়াতে হবে। যে যে অঞ্চলগুলিতে আগে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই অঞ্চলগুলি নিয়ে আপনারা সতর্ক থাকবেন। পুলিশকে চোখ কান খোলা রাখতে হবে নির্বাচনের আগে এবং নির্বাচনের সময়।” আজ এই মর্মে নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য সচিব। জেলাশাসক এবং আইজি এসপি সিপিদের সঙ্গে সোমবার বৈঠক করেন মুখ্য সচিব। আর বৈঠকে ইদের সময় সতর্ক থাকার পাশাপাশি আসন্ন পঞ্চায়েত নির্বাচনেও স্পর্শকাতর অঞ্চলগুলি নিয়ে বিশেষ নজরদারি রাখার নির্দেশ দিলেন মুখ্য সচিব। ইদের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্য সচিব আজ বৈঠক করার সময় পঞ্চায়েত নির্বাচনীয় বিশেষ সতর্ক থাকার নির্দেশ দিলেন জেলাগুলিকে। এমনটাই নবান্ন সূত্রে খবর। পাশাপাশি ইদ নিয়েও জেলাগুলিকে সতর্ক থাকার নির্দেশ দেন মুখ্য সচিব।