আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে নারীদের অধিকার রক্ষা এবং তাদের লড়াইকে কুর্নিশ জানিয়ে রাজপথে নামছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মহিলাদের অধিকার, আমাদের অঙ্গীকার- এই স্লোগানকে সামনে রেখে সাত মার্চ কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রা করবেন তৃণমূল সুপ্রিমোর । মহিলাদের জন্য একের পর এক উন্নয়নমূলক প্রকল্প করেছে রাজ্য সরকার। বাংলার সব মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের ভান্ডারের ব্যবস্থা করেছেন মমতা। একইসঙ্গে স্বাস্থ্যসাথী-র মতো গুরুত্বপূর্ণ কার্ড হচ্ছে বাড়ির বয়োজ্যেষ্ঠ মহিলার নামে। ‘কন্যাশ্রী’-রা লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াচ্ছে। তাঁদের বিয়ের জন্য টাকা দিচ্ছে রাজ্য সরকার। এইসবের জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে দুহাত ভরে আশীর্বাদ করছেন রাজ্যের মহিলারা। নারী দিবসের আগে তাঁদের অধিকারকে মান্যতা জানিয়ে রাস্তায় নামবেন বাংলার মুখ্যমন্ত্রী।