রাজ ভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানালেন, রাজ্যের বকেয়া মেটানোর দাবি সহ অন্যান্য সমস্যা নিয়ে তো কথা হয়েছে৷ কিন্ত রাজনীতির কথার থেকেও বেশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর গল্প হয়েছে বেশি । এটা সৌজন্য সাক্ষাৎ। একই সঙ্গে অবশ্য মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রী এ দিন আরামবাগের সভা থেকে রাজ্য সরকার এবং শাসক দলকে আক্রমণ করে যা যা বলেছেন, রাজনৈতিক মঞ্চ থেকেই তার জবাব দেবেন তিনি৷ এ দিন আরামবাগে সভা করে রাজ ভবনে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সন্ধ্যায় সেখানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ ভবন সূত্রের খবর, প্রায় মিনিট কুড়ি দু জনের মধ্যে কথা হয়৷ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সেরে রাজ ভবন থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘এখনও তো ভোট ঘোষণা হয়নি৷ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি রাজ্যে এলে দেখা করাটা প্রটোকলের মধ্যেই পড়ে৷ আমি যেহেতু প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যেতে পারিনি তাই এখানে এলাম৷’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘রাজ্যের বিষয়ে কথা তো হয়েছে৷ তবে আমার সঙ্গে প্রধানমন্ত্রীর গল্প হয়েছে বেশি৷ আমার সঙ্গে দেখা হলে রাজনীতির কথা কম, গল্প হয় বেশি৷’