কলকাতা

বড়দিনে পর্তুগীজ চার্চে বিশেষ প্রার্থনায় মুখ্যমন্ত্রী

আগামীকাল সোমবার ক্রিসমাস। আর তার আগে আজ রবিবার রাতে কলকাতার বড়বাজারের পর্তুগিজ চার্চে আসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এই পর্তুগিজ গির্জার নব নির্মিত মূল দরজার ফিতে কাটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে যীশুর পায়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থনা অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন ডেরেক ও ব্রায়েন। মধ্যরাতের প্রার্থনা সঙ্গীত ও অন্যান্য প্রার্থনা অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন মমতা।প্রতিবছরই ক্রিসমাস ইভের রাতে গির্জায় গির্জায় প্রার্থনা, ক্যারলের সুরে মুখরিত হয়ে ওঠে কলকাতা। বড়দিনের উৎসবে প্রতিবার সামিল হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকবারের মতো এবারও চার্চে গেলেন তিনি। গত বছরও এই পর্তুগিজ চার্চে প্রার্থনায় অংশ নেন মমতা। মুখ্যমন্ত্রীর সঙ্গে গত বছর ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।রাত সাড়ে দশটা নাগাদ এইদিন পর্তুগিজ চার্চে পৌঁছন মুখ্যমন্ত্রী। উপস্থিত সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। গির্জার ভিতরে ক্যারলেও অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। ‘বিশ্বপিতা তুমি হে প্রভু’ গানে মুখরিত হয়ে ওঠে গির্জা। প্রার্থনার পর ফাদারের কাছ থেকে আশীর্বাদ নেন মুখ্যমন্ত্রী।