বুধবার রাজ্যের ১৪ টি পুরসভায় তল্লাশি অভিযান চালায় সিবিআই। এর পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া ধৃত অয়ন শীলের বাড়িতে এবং অফিস সহ ৩২ জায়গায় সিবিআই আধিকারিকেরা তল্লাশি করে। বুধবার নিয়োগ দুর্নীতির তদন্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অবস্থিত পৌরসভাগুলিতে হানা দিয়ে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এর জেরে বুধবার কেন্দ্রীয় সরকারকে ফের একবার তীব্র আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রসঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, “কেন্দ্রীয় এজেন্সিগুলি এবার মানুষের বাথরুমেও ঢুকে পড়বে।” গত ২ জুন ওড়িশার বালাসোর থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত বাহানাগা বাজার রেল স্টেশনের কাছে করমণ্ডল এক্সপ্রেস-সহ তিনটি ট্রেন একসঙ্গে দুর্ঘটনার কবলে পড়ে। তার পরেরদিনই দুর্ঘটনাস্থলে পৌঁছে পশ্চিমবঙ্গের বাসিন্দা যাঁদের ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁদের পরিবারপিছু রাজ্যের তরফে আলাদাভাবে পাঁচ লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পরিবারপিছু একজনকে রাজ্যপুলিশে চাকরি দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি। বুধবার সেই উপলক্ষে কলকাতায় একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ সরকার। সেই অনুষ্ঠান মৃতদের পরিবারকে চেক ও নিয়োগপত্র তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন তিনি। বলেন, “ভয়াবহ এই দুর্ঘটনার পিছনে থাকা সত্যকে চাপা দিতে সব রকমের চেষ্টা চলছে। ওই দিক থেকে নজর ঘোরাতে সিবিআইকে যেখানে খুশি পাঠানো হচ্ছে। আজকে আমি শুনতে পেলাম পশ্চিমবঙ্গের পৌরসভাগুলিতে প্রবেশ করেছে সিবিআই। এবার তো সিবিআই মানুষের ব্যক্তিগত বাথরুমেও ঢুকে পড়বে।”
জানা গেছে, এদিকে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা তল্লাশি অভিযানের পর দমদম পৌরসভা থেকে দুটি ব্যাগে ফাইল নিয়ে বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা।কাঁচরাপাড়া পুরসভায় সিবিআই তল্লাশি চালায় দীর্ঘক্ষণ।রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন পৌরসভাতে আজ একযোগে ম্যারাথন তল্লাশি চালায় সিবিআই(CBI)- এর আধিকারিকরা। উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রের বাদুড়িয়া পৌরসভাতেও সকাল ১১ টা নাগাদ, ছয় জনের একটি প্রতিনিধিদল বাদুড়িয়া পৌরসভার অস্থায়ী ভবনে প্রবেশ করেন। কড়া নিরাপত্তার ঘেরাটোপের মধ্যেই চলছে তল্লাশি, এই তল্লাশি কতক্ষণ চলবে তা এখনো বলা সম্ভব নয়। সূত্র মারফত জানা যাচ্ছে ,২০১৪ সালের নিয়োগ দুর্নীতি কান্ডের জন্যেই এই সিবিআই এর ম্যারাথন তল্লাশি। সবকটি পৌরসভাতেই সার্ভার রুমে তল্লাশি করে সিবিআই। এদিকে সিবিআই- এর ছয় সদস্যের প্রতিনিধি দল হানা দেয় নিউ বারাকপুর পুরসভায়। ২০১৮-১৯ বর্ষে নিউ ব্যারাকপুর পৌরসভার মোট ৪০ জনের নিয়োগ হয়েছিল অয়ন শীলের(Ayan Seal) সংস্থার মাধ্যমে। তার মধ্যে একজন ছিল এস আই, একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও ড্রাইভার ও ক্লার্ক মিলে মোট ৪০ জন নিয়োগ হয়। আজ বুধবার দুপুরে আচমকাই ছয় সদস্যর সিবিআই প্রতিনিধি দল নিউবারাকপুর পুরসভায় তল্লাশি অভিযান চালাতে হানা দেয় ।নিউ ব্যারাকপুর পৌরসভা সঠিকভাবে নিয়োগ হয়েছিল কিনা তা তদন্ত করতে বুধবার দুপুরে নিউরাকপুর পৌরসভায় ছয় জনের সিবিআই প্রতিনিধি দল আসে কেন্দ্রীয় বাহিনী সাথে নিয়ে।পুরসভার দপ্তরের আধিকারিক দের সাথে কথাবার্তা বলেন।পুর নিয়োগে বিভিন্ন নথি খতিয়ে দেখেন সিবিআই প্রতিনিধিরা।