লোকসভা ভোটের আগে নজরে আদিবাসী সংগঠন। বিভিন্ন আদিবাসী সংগঠনগুলির সঙ্গে আজ বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার বিকেল চারটে থেকে নবান্ন সভাঘরে হবে এই বৈঠক। কুর্মিদের প্রতিনিধি-সহ একাধিক সংগঠন থাকবে এই বৈঠকে বলেই নবান্ন সূত্রে খবর। আধার কার্ড বাতিল-সহ একাধিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে বলে নবান্ন সূত্রে খবর। জঙ্গলমহল সফরের আগেই আদিবাসী সংগঠনগুলির সঙ্গে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের।