কলকাতা

আজ নবান্নে আদিবাসী সংগঠন সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক

লোকসভা ভোটের আগে নজরে আদিবাসী সংগঠন। বিভিন্ন আদিবাসী সংগঠনগুলির সঙ্গে আজ বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার বিকেল চারটে থেকে নবান্ন সভাঘরে হবে এই বৈঠক। কুর্মিদের প্রতিনিধি-সহ একাধিক সংগঠন থাকবে এই বৈঠকে বলেই নবান্ন সূত্রে খবর। আধার কার্ড বাতিল-সহ একাধিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে বলে নবান্ন সূত্রে খবর। জঙ্গলমহল সফরের আগেই আদিবাসী সংগঠনগুলির সঙ্গে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের।