কলকাতা

Mamata Banerjee: ‘নির্বাচিত কোনও সরকারকে এভাবে কৃষক হত্যা করতে দেখিনি’, মোদিকে তোপ মমতার

 কৃষক আন্দোলনে উত্তাল হরিয়ানা। ‘জমিদাররা সবসময়ই গরিবদের অধিকার থেকে বঞ্চিত করে। কিন্তু নির্বাচিত সরকারকে আন্দোলনকারী কৃষকদের হত্যা করতে আগে কখনও দেখিনি’। এক্স হ্যান্ডেলে পোস্টে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের কাছে বিভিন্ন দাবিদাওয়া আদায় লক্ষ্যে পথে কৃষকরা। পঞ্জাব-হরিয়ানার খনৌরি সীমানায় পুলিসের সঙ্গে সংঘর্ষে এবার প্রাণ হারালেন বছর চব্বিশের এক আন্দোলনকারী। বুধবার থেকে ফের নতুন করে ‘দিল্লি চলো’ যাত্রা শুরু করেছেন কৃষকরা। আজ, বুধবার সকালে যখন আন্দোলনকারীরা হরিয়ানার খনৌরি সীমানা পেরোনোর চেষ্টা করেন, তখন পুলিসের রীতিমতো সংঘর্ষ বেঁধে যায়। বিক্ষোভকারীদের ঠেকাতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিস। নামানো হয় আধা সামরিক বাহিনী। সেই সংঘর্ষে মাথা চোট পান বছর ২৪ এক যুবকের এক যুবক। পরে মৃত্যু হয় হাসপাতালে। আহত কমপক্ষে ২৬।