কেন্দ্রীয় সরকার বঞ্চনা করেছে, রাজ্য সরকার করবে না৷ দুই কুস্তিগিরের হাতে চাকরির শংসাপত্র তুলে দিয়ে এভাবেই বার্তা দিল রাজ্য। দিল্লিতে কুস্তিগীরদের ওপর আক্রমণ করা হয়েছে এই অভিযোগে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস শিবির৷ এমনকি কুস্তিগিরদের প্রতিবাদ সভায় কলকাতায় যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী অভিষেক বন্দোপাধ্যায় একাধিক সভা থেকে কুস্তিগিরদের বিরুদ্ধে এই আচরণ নিয়ে বারবার সরব হয়েছেন। গত ১ জুন সাক্ষী মালিক, বজরং পুনিয়া-সহ সমস্ত কুস্তিগীরদের আন্দোলনের সমর্থনে গোষ্ঠপাল মূর্তির পাদদেশে এক প্রতিবাদ সভা ও মোমবাতি মিছিলে সামিল হন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন তিনি দুই জাতীয় স্তরের কুস্তিগীর রবি জয়শওয়াল ও নন্দন দেবনাথকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন।