পঞ্চায়েত ভোট নিয়ে কমিশনের পরিকল্পনা জানতে ফের রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তলব করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শনিবার রাতে ফোন করে রবিবার বিকেলে রাজভবনে যাওয়ার জন্য রাজ্য নির্বাচন কমিশনারকে নির্দেশ দিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। যদিও সি ভি আনন্দের ওই ডাকে রাজীব সিনহা সাড়া দেন কিনা, তা দেখার। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, রাজ্য নির্বাচন কমিশনারকে দেখা করার জন্য ডেকে পাঠিয়ে নিজের মুখ পুড়িয়েছেন রাজ্যপাল। কেননা, রাজীবের জয়েনিং রিপোর্ট গ্রহণ না করে নবান্নে ফেরত পাঠিয়েছিলেন। গত শনিবারই বিজেপি-সিপিএম-কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস বিরোধী একটি সংবাদমাধ্যমের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তলব করেছিলেন রাজ্যপাল। কিন্তু ওই দিন মনোনয়নপত্র পরীক্ষার দিন থাকায় ব্যস্ততার কারণ দেখিয়ে রাজভবনে যাননি রাজ্য নির্বাচন কমিশনার। অন্য কোনও দিন যাবেন বলে জানিয়েছিলেন। আর তাতেই আঁতে ঘা লেগেছিল রাজভবনের বর্তমান মালিকের। চটে লাল হয়ে গিয়ে রাজীবের জয়েনিং রিপোর্ট নবান্নে ফেরত পাঠিয়েছিলেন। যদিও বরখাস্ত করা সম্ভব নয় জেনে ওই রাস্তায় হাঁটেননি। শুধু যে রাজীবের জয়েনিং রিপোর্ট ফেরত পাঠিয়েছিলেন তাই নয়, এমনকী হলদিয়াতে গিয়ে বেনজিরভাবেই রাজ্যের নির্বাচন কমিশনারকে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন সি ভি আনন্দ বোস। অনেক জ্ঞানগর্ভ কথা বলেছিলেন। রাজভবনের সঙ্গে রাজ্য নির্বাচন কমিসনের সঙ্ঘাতের আবহ তৈরি করেছিলেন। যদিও রাজ্য নির্বাচন কমিশনারের পাশেই দাঁড়িয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই পক্ষের মধ্যে লড়াই যখন তুঙ্গে তখনই ফের রাজীব সিনহাকে তলব করে কার্যত রাজনৈতিক মহলে হাসির খোরাক হয়ে উঠেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।