ফের বিস্ফোরক রাজ্যপাল। এ বার মা ক্যান্টিনের খরচ নিয়ে অর্থ সচিবের জবাব তলব করলেন জগদীপ ধনখড়। তাঁর অভিযোগ, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মা ক্যান্টিনের উদ্বোধনের পর থেকে ৩১ মার্চ পর্যন্ত এই প্রকল্প যে চলেছে, তার খরচ কোত্থেকে এসেছে, তার বিস্তারিত হিসাব দিতে হবে রাজ্যপালকে। তাই নিয়ে এক সপ্তাহের মধ্যে রাজ্যের অর্থ সচিবের জবাব চেয়েছেন রাজ্যপাল। শনিবার সকালে এই নিয়ে তাঁর দীর্ঘ বক্তব্য ট্যুইট করেছেন তিনি। তিনি অভিযোগ করেছেন, এই প্রকল্পের জন্য ‘অসাংবিধানিক ভাবে সরকারের অর্থ বরাদ্দ করা হয়েছে।’ মা কিচেনের বরাদ্দ টাকা, খরচের যাবতীয় হিসেবের তথ্য চেয়ে অর্থদফতরের মিনিস্টার-ইন-চার্জ ড. অমিত মিত্রকে সময়ও বেঁধে দিয়েছেন ধনখড়। রাজ্যপাল জানিয়েছেন, ৩১.৩.২০২১ পর্যন্ত মা প্রকল্পে কত খরচ হয়েছে সেই তথ্য দিতে হবে, এই খরচের মূল উৎস এবং সেই ফান্ড কোন অথরিটি অনুমোদন দিয়েছে সেই তথ্যও চেয়েছেন রাজ্যপাল। এর জন্য সময়ও বেঁধে দিয়েছেন তিনি। অর্থ দফতরের প্রধান সচিবকে আজ থেকে এক সপ্তাহের মধ্যেই এই সকল তথ্য জমা দিতে বলা হয়েছে।
https://twitter.com/jdhankhar1/status/1472061339728166913