কলকাতা

মে নয়, এপ্রিল মাস থেকে ৪ শতাংশ হারে ডিএ পাবেন রাজ্য সরকারী কর্মচারীরা, কথা রাখলেন মুখ্যমন্ত্রী

লোকসভা ভোটের প্রচারে এক মাসের অতিরিক্ত মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট মিটে যাওয়ার পর মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করল নবান্ন।  মে মাসের পরিবর্তে এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা। জুলাই মাসে বেতনের সঙ্গে সেই ৪ শতাংশ ডিএ পাবেন তাঁরা। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছে রাজ্যের অর্থ দফতর। লোকসভা ভোটের প্রচারে মমতা বলেছিলেন, ‘‘সরকারি কর্মীদের ১ মে থেকে বর্ধিত হারে ডিএ দেওয়া হবে। টাকা পাবেন ১ জুন। আমি আলোচনা করে ঠিক করলাম, ১ মে থেকে নয়, ১ এপ্রিল থেকে টাকাটা দেব। ১ মে যখন বেতনের টাকাটা হাতে পাবেন, তখন সঙ্গে সেই বর্ধিত ভাতাও পাবেন।’’ সেই প্রতিশ্রুতি এ বার পূরণ করলেন মমতা। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করল নবান্ন।