কলকাতা

মাঙ্কিপক্স রুখতে সতর্ক নবান্ন, জারি নয়া নির্দেশিকা

দেশে মাঙ্কিপক্সে সংক্রমিতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আক্রান্তদের মধ্যে একজনের মৃত্যুও হয়েছে। এই পরিস্থিতিতে মাঙ্কিপক্সের মোকাবিলায় তৎপর রাজ্য সরকার। স্বাস্থ্য দফতরের তরফে ইতিমধ্যেই সংক্রমিতদের জন্য কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে তৈরি রাখা হয়েছে। মাঙ্কিপক্স রুখতে আগেভাগেই সতর্কতা জারি করেছে রাজ্যের স্বাস্থ্যদফতর। ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য আলাদা শয্যার বন্দোবস্ত রাখা হয়েছে সেখানে। যাঁরা এই ভাইরাসে আক্রান্ত হবেন এবং যাঁদের শরীরে এর উপসর্গ থাকবে, তাঁদের চিকিৎসার জন্য স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনেও আইসোলেশন বেডের ব্যবস্থা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে শুধু কলকাতাতেই নয় পাশাপাশি রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজগুলিকে আগাম প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।প্রতিটি জেলার অন্তত একটি হাসপাতালে আইসোলেশন বেডের ব্যবস্থা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ রয়েছে এমন রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালগুলিতে যাতে আইসোলেশন বেডের ব্যবস্থা রাখা হয়, সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। মাঙ্কিপক্সের উপসর্গ রয়েছে, এমন কারও হদিশ মিললে তাঁর নমুনা সংগ্রহের জন্য মাইক্রোবায়োলজি দফতরগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

মাঙ্কিপক্স নিয়ে রাজ্য সরকারি নির্দেশিকা

১) সব হাসপাতালের মাইক্রো বায়োলজি বিভাগকে প্রস্তুত থাকতে হবে

২) বেলেঘাটা আইডি-তে ইতিমধ্যেই মাঙ্কিপক্সে আক্রান্তদের চিকিত্‍সার জন্য আলাদা বেড রাখা হয়েছে

৩) স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে মাঙ্কিপক্সে আক্রান্তদের চিকিত্‍সায় আলাদা বেড প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্যভবন

৪) প্রতিটি জেলার অন্তত একটি সরকারি হাসপাতালে মাঙ্কিপক্সের জন্য বেড রাখতে হবে

৫) প্রতিটি মেডিক্যাল কলেজকে বেড রাখতে বলা হয়েছে

৬) এছাড়াও মাঙ্কিপক্সে আক্রান্তের খোঁজ মিললে অবিলম্বে তা জানাতে হবে স্বাস্থ্যভবনকে । প্রতিটি মেডিক্যাল কলেজকে বেড রাখতে বলা হয়েছে

অন্যদিকে, মাঙ্কিপক্স থেকে রক্ষা পেতে কোন কোন পদক্ষেপ করা যায় তা নিয়ে নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় সরকার 

কেন্দ্রের নির্দেশিকা

১) রোগ যাতে না ছড়ায় তাই আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে রাখতে হবে

২) স্যানিটাইজার ব্যবহার করতে হবে । সাবান দিয়ে হাত ধুতে হবে

৩) মাস্ক পরা বাধ্যতামূলক ৷ পাশাপাশি ডিসপোজেবল গ্লাভস পরে রোগীর সামনে যেতে হবে

৪) আক্রান্ত রোগীর চারপাশে বা যেখানে তিনি রয়েছেন সেখানে জীবাণুনাশক ব্যবহার করতে হবে

এ ছাড়াও যাঁরা মাঙ্কিপক্সে আক্রান্ত তাঁদের সঙ্গে বিছানা, জামাকাপড়, তোয়ালে ইত্যাদি যেন কোনও ভাবে শেয়ার করা না হয় সে কথাও রয়েছে নির্দেশিকায় ৷ আক্রান্ত ব্যক্তির জামাকাপড় কাচা, ইস্ত্রি করা এড়িয়ে চলতে হবে । পাশপাশি সামাজিক অনুষ্ঠানেও আক্রান্তকে না নিয়ে যেতে বলেছে কেন্দ্র ৷

Bengal Govt issues guideline to prevent Monkeypox