পশ্চিমবঙ্গে নতুন ফৌজদারি আইন ন্যায় সংহিতা পর্যালোচনার জন্য কমিটি গড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়কে চেয়ারম্যান করে সাত সদস্যের এই কমিটি আগামী তিন সপ্তাহের মধ্যে এই কমিটি নয়া আইন পর্যালোচনা করে রিপোর্ট জমা দেবে বলে জানা গেছে। কমিটিতে আছেন মন্ত্রী মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য, অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, শ্রী সঞ্জয় বসু, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, কমিশনার অফ পুলিশ।


