জেলা

অনুমতি দিক বা না-দিক, ৪৮ ঘণ্টার মধ্যে দুর্গতরা মাথাপিছু ১ লক্ষ ২০ হাজার টাকা করে পাবেন, ব্যবস্থা নিলে নিক কমিশন: অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, জলপাইগুড়িতে ঝড়ে যাঁদের বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের মাথাপিছু ১ লক্ষ ২০ হাজার দেওয়া হবে। অনুমতি মেলেনি নির্বাচন কমিশনের। কিন্তু জলপাইগুড়ির ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাথাপিছু ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হবে বলে জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার জলপাইগুড়ির সভা থেকে তিনি ঘোষণা করেন, ঝড়ে যাঁদের বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের মাথাপিছু ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়া হবে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘জলপাইগুড়িতে ৩১ তারিখ হয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত, তাদের সঙ্গে দেখা করতেই আজ আসা। নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে এই মুহূর্তে সবটাই আছে। আমরা চিঠি লিখে ক্ষতিগ্রস্তদের জন্য বাড়ির ব্যবস্থা করার জন্য অনুমতি চেয়েছিলাম। রাজ্য সরকার সেই বাড়ি করে দিত। এই দাবি নিয়ে ১০ জন সদস্য গিয়েছিলেন কমিশনে। তাঁদের টেনে হিঁচড়ে, পুলিশের ভ্যানে তুলেছে। ২৪ ঘণ্টা একটা থানায় তাঁরা বসেছিলেন। এই লোকসভার সাংসদ আপনাদের ভোটে জিতেছিল। ১৩ দিন হয়ে গেল, ১৩ লাইনের একটা চিঠি আপনাদের জন্য কেন্দ্রকে লেখেন নি।’’  তাঁর কথায়, ‘‘ইসি (নির্বাচন কমিশন) আমাদের সরকারের বিরুদ্ধে কেস করতে চাইলে করতেই পারে, কিন্তু আমরা অর্থসাহায্য করবই।’’ পাশাপাশি, আবাস প্রকল্পে ‘বঞ্চনা’ নিয়েও বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন অভিষেক। তিনি বলেন, ‘‘আবাসের টাকাও ওরা আটকেছে!’’