কলকাতা

মমতাকে পোস্টার দেখানো NRI চিকিৎসক নাম এমবিবিএস হিসাবে রেজিস্টার্ড, ‘অ্যানাস্থেটিস্ট’ হল কিভাবে ? নোটিস রাজ্য মেডিক্যাল কাউন্সিলের

অক্সফোর্ডের কেলগ কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সময় বিক্ষোভ দেখিয়েছিলেন প্রবাসী ভারতীয়দের কয়েকজন। তাঁদের মধ্যে ছিলেন চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়। ‘অ্যানাস্থেটিস্ট’ রজতশুভ্রকে এ বার নোটিস পাঠাল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নথি বলছে, রজতশুভ্র এমবিবিএস। তবে অ্যানাস্থেটিস্ট হিসাবে অতিরিক্ত কোয়ালিফিকেশনের কোনও তথ্য সেখানে নথিভুক্ত করা নেই। অথচ ইংল্যান্ডে তিনি অ্যানাস্থেটিস্ট হিসাবে কাজ করছেন। এই অভিযোগেই চিকিৎসক রজতশুভ্রকে নোটিস পাঠিয়েছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার দেবাশিস রায় বলেন, ‘অভিযোগ পেয়েছি। উনি অ্যানাস্থেটিস্ট হিসেবে বিদেশে প্র্যাকটিস করছেন। কিন্তু মেডিক্যাল কাউন্সিলে তাঁর নাম এমবিবিএস হিসাবে রেজিস্টার্ড। এটি ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল (আইএমসি)-এর ২৬ এবং ২৮ নম্বর ধারার লঙ্ঘন। অ্যাডিশনাল কোয়ালিফিকেশন থাকলে তা ২৬ নম্বর ধারায় নথিভুক্ত করতে হয়। আর ২৮ নম্বর ধারায় জানাতে হয় চেঞ্জ অফ প্লেস অফ প্র্যাকটিস-এর বিষয়টি।’ মেডিক্যাল কাউন্সিলের নোটিস পাঠানোর বিষয়টিকে অবশ্য পাত্তা দিতে নারাজ চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমাকে একাধিকবার নোটিস পাঠিয়েছে। প্রতিবাদ দেখানোর পর থেকেই আমাকে টার্গেট করা হচ্ছে। আমি ও সব নোটিস ছিঁড়ে ফেলে দিয়েছি।’ মার্চ মাসে অক্সফোর্ডের আমন্ত্রণে ইংল্যান্ডে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেখানে কেলগ কলেজে বক্তৃতা দেওয়ার সময় প্রতিবাদী পোস্টার তুলে ধরে দর্শকদের একাংশ। মুখ্যমন্ত্রী মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দেন। তবে ঘটনার ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অক্সফোর্ড-পর্বে অভিযোগ, বিক্ষোভ-প্রতিবাদের অন্যতম মুখ ছিলেন রজতশুভ্র। আরজি কর আন্দোলন নিয়ে প্ল্যাকার্ড তুলে চিৎকার করছিলেন তিনি। এবার সেই রজতশুভ্রকেই নোটিস পাঠাল রাজ্য মেডিক্যাল কাউন্সিল।