রাজ্যে এবার স্বাস্থ্য ব্যবস্থায় নয়া উদ্যোগ। অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকেই প্রথম পর্যায়ে শুরু হতে চলেছে ‘সেন্ট্রাল রেফারেল সিস্টেম’। শুরুতে দক্ষিণ ২৪ পরগনা জেলার হাসপাতালগুলিতে পাইলট ট্রেনিং হিসেবে এই ব্যবস্থা চালু করতে চলেছে রাজ্য। সফল হলে গোটা রাজ্য জুড়ে নভেম্বর মাস থেকে এই নয়া সিস্টেম শুরু করবে রাজ্যের স্বাস্থ্য দফতর। এক রোগীকে এক হাসপাতাল থেকে কেন অন্য হাসপাতালে রেফার করা হচ্ছে? এই ব্যবস্থার মাধ্যমে তার কারণ জানাতে হবে সংশ্লিষ্ট হাসপাতালকে। পাশাপাশি রোগীর পরিবারও জানতে পারবে কেন অন্য হাসপাতালে রেফার করা হচ্ছে।