‘নবান্ন অভিযান’-এর দিন ৪ জন ‘নিখোঁজ’, মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এই দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও পশ্চিমবঙ্গ পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ‘শান্তিরক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তার জন্য গ্রেপ্তার করা হয়েছে ওই ৪ জনকে।’ এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার দাবি করেছেন, বিজেপি ‘রাজনৈতিক অপপ্রচার’ করেছে। অন্যদিকে, ওই ৪ জনের পরিবার দ্বারস্থ হয়েছে কলকাতা হাইকোর্টের। ‘পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ’ মঙ্গলবার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে হত্যা ও ধর্ষণের প্রতিবাদে ‘নবান্ন অভিযান’-এর ডাক দিয়েছে। কোনও সংগঠন নয়, সমাজের প্রতিনিধি হিসেবে তারা এই অভিযান করছে বলে দাবি করা হয়েছে তাদের পক্ষ থেকে। মঙ্গলবার কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে নবান্ন চত্ত্বর এবং গোটা শহরকে। কিন্তু, এ দিন রাজ্যের বিরোধী দলনেতা এক্স হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ‘ছাত্রদের উদ্যোগে অংশ নেওয়া ৪ ভলান্টিয়ার যাঁরা হাওড়া স্টেশনে নেমেছিল, তাঁরা হঠাৎ করেই নিখোঁজ। সোমবার মধ্যরাতের পর নিখোঁজ হয়েছেন- শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি, প্রীতম সরকার। তাঁদের কোনও হদিশ পাওয়া যাচ্ছে না। ফোনও তুলছেন না তাঁরা। যদি তাঁদের কিছু হয় দায়ী থাকবে পুলিশ।’