গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন মোট ১১ হাজার ৫১৪ জন। আর আক্রান্তের চেয়ে সুস্থ হয়েছেন অনেক বেশি। একদিনে সুস্থতার সংখ্যা ১৮ হাজার ৭৭৪ জন। যদিও সংক্রমণ কমার সাথে সাথে মৃত্যুর হার কমেনি। এদিনও ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৪৮ জন রোগী। সুস্থতার হার ৯১.৩২ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় বেশ খানিকটা বেড়েছে দৈনিক টেস্টিং। একদিনে মোট ৬৩ হাজার ৫১৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। জেলাভিত্তিক সংক্রমণের দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে, এদিনও আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে উত্তর ২৪ পরগনায়। মোট সংক্রমিত হয়েছেন ২ হাজার ৪৪১ জন মানুষ। মৃত্যু হয়েছে ৩৬ জনের। মৃতের সংখ্যায় এদিন উত্তর ২৪ পরগনাকেও ছাপিয়ে গেছে কলকাতা। শহরে কোভিডের ছোবলে মোট প্রাণ হারিয়েছেন ৪৪ জন। তবে কলকাতার সংক্রমণ উত্তর ২৪ পরগনার থেকে কম আছে। গত ২৪ ঘণ্টায় এখানে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৩৫ জন। তবে এই দুই জেলা ছাড়া আর কোথাও দৈনিক সংক্রমণ হাজার পেরোয়নি।