কলকাতা

বহু প্রতীক্ষিত শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু, ভিন রাজ্যের পরীক্ষার্থী ৩১ হাজার

সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগ পরীক্ষা নিচ্ছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ৷ দীর্ঘ 9 বছর পর রবিবার নবম-দশম শ্রেণির নিয়োগের পরীক্ষা হচ্ছে রাজ্যজুড়ে ৷রবিবার দুপুর ১২টায় নবম-দশম শ্রেণির জন্য শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হয় ৬৩৬টি কেন্দ্রে। পরীক্ষায় অংশ নেন মোট ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন প্রার্থী। এর মধ্যে শুধু ভিনরাজ্য থেকেই প্রায় ৩১ হাজার প্রার্থী হাজির হয়েছেন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ১০ শতাংশ। ২০১৬ সালের এসএসসি পরীক্ষা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বাতিল হয়ে যায়। সুপ্রিম কোর্ট সেই নিয়োগকে ‘অবৈধ’ ঘোষণা করে। এতে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। আদালতের নির্দেশ মেনেই এবার নতুন করে পরীক্ষা হচ্ছে। প্রায় ৯ বছর পরে হওয়া এই পরীক্ষা ঘিরে তাই আশা ও উত্তেজনা দুই-ই প্রবল।

সুপ্রিম কোর্ট যাঁদের ‘দাগি’ বা টেন্টেড হিসেবে চিহ্নিত করেছিল, তাঁদের নিয়োগ প্রক্রিয়ায় ফের অন্তর্ভুক্তির আবেদন খারিজ হয়ে যায়। গত ৩০ সেপ্টেম্বর কমিশন প্রকাশ করে ১,৮০৬ জন অযোগ্য প্রার্থীর তালিকা। আদালতের স্পষ্ট নির্দেশ-একজন দাগিও নতুন নিয়োগে বসতে পারবেন না। ফলে অনেক চাকরিহারা ক্ষোভ প্রকাশ করলেও, কমিশনের দাবি এবার পরীক্ষা হবে সম্পূর্ণ স্বচ্ছ।