চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের মাঝেই পরীক্ষার বিধি ও বিজ্ঞপ্তি প্রকাশ করল এসএসসি। শুক্রবার বিধি ও বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী শুক্রবারই প্রকাশ করা হয়েছে নিয়োগের এই বিজ্ঞপ্তি। নিয়োগ হবে মোট ৩৫৭২৬ শূন্যপদে ৷বিজ্ঞপ্তি অনুযায়ী, নবম দশম শূন্যপদ রয়েছে ২৩২১২ এবং একাদশ ও দ্বাদশের ক্ষেত্রে শূন্যপদ হল ১২, ৫১৪টি ৷ অর্থাৎ মোট ৩৫ হাজার ৭২৬টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার আবেদনের জন্য সময় শুরু হবে ১৬ জুন বিকেল ৫টা থেকে৷ শেষ হবে ১৪ জুলাই বিকেল 5টায় ৷ অনলাইনেই করতে হবে পরীক্ষার আবেদন ৷ লিখিত পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ৷ অক্টোবরের চতুর্থ সপ্তাহে প্রকাশিত হবে ফলাফল। ইন্টারভিউ প্রক্রিয়া হওয়ার সম্ভাবনা নভেম্বর মাসের প্রথম থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে ৷ প্যানেল প্রকাশিত হবে চলতি বছরের ২৪ নভেম্বর ৷ ২৯ নভেম্বর থেকে শুরু হবে কাউন্সিলিং প্রক্রিয়া ৷ নিয়োগের বিজ্ঞপ্তির পাশাপশি প্রকাশ করা হয়েছে এসএসসি-র নয়া পরীক্ষা বিধি ৷ নয়াবিধি অনুযায়ী, এবার লিখিত পরীক্ষা হবে ৬০ নম্বরের ৷ যা এতদিন ছিল ৫৫। জোর দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতার উপরে ৷ শিক্ষকতা যোগ্যতার উপর থাকবে সর্বোচ্চ ১০ নম্বর। যা ছিল এতদিন ৩৫। এর পাশাপাশি ইন্টারভিউর ক্ষেত্রেও রয়েছে সর্বোচ্চ ১০ নম্বর ৷ এছাড়া লেকচার ডেমোস্ট্রেসনের জন্য রয়েছে ১০ নম্বর। এই বছর এসএসসি-তে লেকচার ডেমোস্ট্রেশন এবং শিক্ষকতার অভিজ্ঞতা এই দুটোই নতুন যোগ করা হয়েছে ৷ বয়সের দিকেও দেওয়া হয়েছে ছাড় ৷ ২০২৫ এর ১ জানুয়ারি হিসেবে যাঁর বয়স ৪০ বছর, সেও এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন ৷ নয়া এই বিধিতে বলা হয়েছে, এই মেধাতারিকা এবং ওয়েটিং লিস্ট অর্থাৎ অপেক্ষায়মান মেধাতালিকার মেয়াদ থাকবে প্রথম কাউন্সিলিং থেকে এক বছর ৷ তবে যদি রাজ্য সরকারের থেকে অনুমতি পায়, তাহলে সেই মেয়াদ আরও ছ’মাস বৃদ্ধি করতে পারে কমিশন ৷ ওয়েমার শিট সংরক্ষণ রাখতে হবে দু’বছর। কিন্তু তার স্ক্যান কপি ১০ বছর সংরক্ষিত রাখতে হবে প্যানেল শেষের পর। তবে বিধিতে আরও বলা হয়েছে, কেই আদালতে দোষী প্রমাণিত হলে, তিনি এই পরীক্ষায় অংশ নিতে পারবে না। এই পরীক্ষায় বসার জন্য আবেদন করতে গেলে সাধারণ ও ওবিসি-র জন্য ৫০০ টাকা জমা দিতে হবে ৷ আর তপশিলি জাতি (SC) ও উপজাতির (ST) এবং বিশেষভাবে সক্ষমদের জন্য দিতে হবে ২০০ টাকা। গত মঙ্গলবারই নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মে মাসের ৩১ তারিখের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে ৷


