নিম্নচাপ অঞ্চল, চক্রবৎ ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখা – এই তিন পরিস্থিতির হাত ধরে বাংলার দুয়ারে প্রবল বৃষ্টি ৷ আষাঢ় মাসের প্রথম থেকে বর্ষা স্বমহিমায় ৷ আজ থেকে আগামী ৬ দিন উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে ৷ দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে বাতাসের উপরিভাগের যে চক্রবৎ ঘূর্ণাবর্তটি ছিল তা রবিবার ভোরে সুষ্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। পাশাপাশি, সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উপরে একটি চক্রবৎ ঘূর্ণাবর্ত রয়েছে যা আগামী ৪৮ ঘণ্টায় ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে ৷ পরে তা উত্তর ওড়িশা, গাঙ্গেয়বঙ্গ, ঝাড়খণ্ড অতিক্রম করবে। নিম্নচাপ অঞ্চল এবং চক্রবৎ ঘূর্ণাবর্তের পাশাপাশি পূর্ব-পশ্চিম মৌসুমী অক্ষরেখা তৈরি হয়েছে। এই অক্ষরেখাটি মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড়, উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত। যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার ও ৫.৮ কিলোমিটার উপরে রয়েছে এবং তা দক্ষিণ দিকে হেলে রয়েছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ (সোমবার) দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে ৷বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ৷বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে।শুক্রবার দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।শনিবার দুই ২৪ পরগনা ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ উত্তরবঙ্গে ছবিটাও বৃষ্টিস্নাত। আজ উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গে ও থাকছে ভারি বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে ৷ বুধবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর ৷বৃহস্পতিবার উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।শুক্রবার জলপাইগুড়ির কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা।শনিবার আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


