কলকাতা

পর্যটনকে ‘শিল্প’ হিসেবে ঘোষণা, মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত

বিশ্ব বানিজ্য শিল্প সম্মেলনের আগে রাজ্যের পর্যটনের জন্য বড় খবর। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পর্যটনকে “শিল্প” হিসেবে ঘোষণা করা হল।দেশের বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যে পর্যটনকে শিল্প হিসেবে ঘোষণা করা হয়েছে। এই রাজ্যে পর্যটনের সম্ভাবনা প্রবল। কয়েক কোটি মানুষ পর্যটনের সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত।পর্যটনকে শিল্প হিসেবে ঘোষণা করায় পর্যটন ক্ষেত্রে বিনিয়োগ কয়েকগুণ বেড়ে যাবে, এমনটাই মনে করছে রাজ্য সরকার। আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই সূত্রে খবর। এই সিদ্ধান্ত নেওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেন, “এর ফলে বড় বড় শিল্প সংস্থাগুলি পর্যটন ক্ষেত্রে বিনিয়োগ করবে। প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। রাজ্যের পর্যটনকে শিল্প হিসেবে ঘোষণা করার দরুন একাধিক সুযোগ-সুবিধা পাবে পর্যটন ক্ষেত্রে বিনিয়োগকারী সংস্থাগুলি। বিশেষত বিদ্যুৎ থেকে শুরু করে জমির দাম, একাধিক ক্ষেত্রে সুযোগ-সুবিধা পাবে বিনিয়োগকারী সংস্থাগুলি।