কলকাতা

আগামীকালও কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে চলবে ঝড়-বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

ঝাড়খণ্ডের উপর একটি নিম্নচাপ অক্ষরেখা থাকার দরুন দক্ষিণবঙ্গ সহ রাজ্যে আজ এবং আগামীকাল দফায় দফায় বৃষ্টিপাত হবে। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের অন্যতম আধিকারিক গণেশ কুমার দাস এই খবর জানান। তিনি বলেন,এই মুহূর্তে ঝাড়খন্ড ও দক্ষিণ বঙ্গে একটি ঘূনাবর্ত আছে । ফলে জলীয় বাষ্প ঢুকছে এ রাজ্যে। এর ফলে আগামী কাল মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। বুধবার থেকে আবার তাপমাত্রা বাড়বে ও বৃষ্টি কমবে। কাল উত্তরবঙ্গে উপরের ৫ জেলায় ঝড় বৃষ্টি হবে। সঙ্গে শিলা বৃষ্টি ও হবে। এই ঝড় বৃষ্টির জন্য তাপমাত্রা অনেকেটা কমে গেছে। আজ ও আগামী কাল কলকাতাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার ঝড় বৃষ্টি কমবে। আবার বৃহস্পতিবার সামান্য দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি বাড়বে। তবে পশ্চিমের জেলাগুলি সহ পোস্টাল জেলাগুলিতে ৪০ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা কখনই পৌঁছবে না ।কারণ এখন এ রাজ্যে যেমন ঝড় বৃষ্টি হচ্ছে তেমনি ঝাড়খন্ড, উড়িষ্যাতেও বৃষ্টি হচ্ছে। তাই তাপপ্রবাহের আর সম্ভাবনা থাকছে না।