কলকাতা

রাজ্যজুড়ে শীতের আমেজ

পৌষ মাসের শুরু থেকেই কলকাতা-সহ রাজ্যে জাঁকিয়ে বসেছে শীত। শনিবারের পর রবিবারও শীতের আমেজ উপভোগ করতে পারছেন শহরবাসী। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় কুয়াশচ্ছন্ন ছিল আকাশ। কালিম্পঙের থেকে তাপমাত্রা কম দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। আগামী কয়েকদিন এরকমই ব্যাটিং করবে শীত, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। উত্তুরে হাওয়ার বাধা সরতেই নামতে শুরু করেছে পারদ। আগামী ৩ দিন শীতের আমেজ পুরোদমে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবারের তুলনায় আজ ঠাণ্ডা কম। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল, ১৩.২ ডিগ্রি। আজ সর্বনিম্ন তাপমাত্রা, ১৪.৭ ডিগ্রি। প্রধানত আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ থেকে ১৪ ডিগ্রির মধ্যে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি। বাতাসে সর্বোচ্চ জলীয় বাষ্পের পরিমাণ ৯৪ শতাংশ। বাতাসে সর্বনিম্ন জলীয় বাষ্পের পরিমাণ ৪০ শতাংশ। শীতের আমেজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রয়েছে। জেলাগুলিতে কলকাতার থেকে তাপমাত্রা অনেকটা কম। একাধিক জেলায় ১০ ডিগ্রির আশপাশে রয়েছে তাপমাত্রা। আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত শীতের এই দাপট চলবে। আগামী পাঁচ দিন আসানসোল তাপমাত্রা থাকতে পারে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। বহরমপুরে থাকতে পারে ১০.০ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১১.৭ ডিগ্রি সেলসিয়াস, বিষ্ণুপুরে ১১.৭ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে- ১২.৬ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে- ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, দিঘায়- ১২ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে তাপমাত্রা থাকতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কালিম্পংয়ে- ১১.৮ ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিংয়ে- ৬.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এছাড়া দমদমে ১৪.০ ডিগ্রি সেলসিয়াস, সল্টলেকে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস এবং হাওড়ায় ১১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। এ ছাড়া কৃষ্ণনগরে ১২.২ ডিগ্রি সেলসিয়াস, মালদায় ১৪.০ ডিগ্রি সেলসিয়াস, মেদিনীপুরে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস ও সুন্দরবনে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।