কলকাতা

দক্ষিণবঙ্গে গরম থাকবে শনিবার পর্যন্ত, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

 চলতি সপ্তাহে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া জারি থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ বইবে। কোস্টাল সংলগ্ন জেলাগুলিতে অস্বস্তিকর গরমের পরিবেশ জারি থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন, তবে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে । তবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের নিচের জেলা অর্থাৎ মালদা ও দুই দিনাজপুরে। ১৭ তারিখের পর থেকে ১৮ তারিখ থেকে সিচুয়েশন একটু চেঞ্জ হতে যাচ্ছে ।অর্থাৎ ১৮ থেকে ২১ জুনের মধ্যে পশ্চিমবাংলায় বর্ষা প্রবেশ করার কথা।১৭ জুন অবধি যেটা থাকবে দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলো পুরুলিয়া ,বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ,বীরভূম এই অঞ্চল গুলোতে তাপপ্রবাহের সর্তকতা জারি থাকছে। কোস্টাল এবং কোস্টাল সন্নিহিত যে জেলাগুলো আছে খুব বিক্ষিপ্তভাবে থান্ডার স্টর্ম অ্যাক্টিভিটি ১৭ জুন পর্যন্ত। উত্তরবঙ্গের ক্ষেত্রে উপরের পাঁচটি জেলায় সব জায়গাতেই বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ।