জেলা

ইন্দাসে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ

 বাঁকুড়া জেলার ইন্দাসে মনোনয়নপত্র জমা দেওয়ার পঞ্চম দিনে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ। রণক্ষেত্র ইন্দাস।বুধবার ইন্দাস বিধানসভার বিজেপি বিধায়ক নির্মল ধাড়ার নেতৃত্বে বিজেপি তরফ থেকে ইন্দাস বিডিও অফিসে মনোনয়ন পত্র জমা করতে আসে বিজেপি। সেই সময় ইন্দাস ঢোকার আগে বিষ্ণুপুরের এসডিপি ও কুতুব‌উদ্দিন খানের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।  প্রথম বাধার সম্মুখীন হয় বিজেপি। তারপর শুরু হয় বচসা। বচসা হবার পরে অবশেষে তারা বিডিও অফিসের দিকে রওনা হলে আবারও ইন্দাস পিরতলায় পুলিশের বাধার সম্মুখীন হয় বিজেপি। সেখানেও বেশ কিছুক্ষণ বচসা হবার পর পুলিশ ও বিজেপি কর্মী সমর্থকরা বাকবিতণ্ডাতে জড়িয়ে পরে। অবশেষে বিজেপি পুলিশের ব্যরিকেড ভেঙ্গে ১৪৪ ধারা অমান্য করে ঢোকার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। লাঠিচার্জে বিজেপির দুই জন মহিলা সহ তিন জন আহত হয়। তার মধ্যে একজনের মাথা ফাটে। অপরদিকে পুলিশের তরফে আহত হন বিষ্ণুপুরের এসডিপিও কুতু‌উদ্দিন খান। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।অন্যদিকে ইন্দাসে যাওয়ার পথে পাত্রসায়ের থানার কাঁকরডাঙ্গা মোড়ে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ(MP) সৌমিত্র খাঁর পথ আটকায় তৃনমূল। এদিন ইন্দাসে মনোনয়ন করতে যাওয়ার পথে বিজেপির মিছিলের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনার পর ইন্দাস যাচ্ছিলেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। কাঁকরডাঙ্গা মোড়ের কাছাকাছি তাঁর কনভয় আসতেই রাস্তার উপর বসে তাঁর গাড়ি আটকে দেয় তৃণমূল কংগ্রেসের মহিলারা। চোর চোর শ্লোগান দেওয়া হয় সাংসদকে লক্ষ্য করে। অবরোধের মুখে পড়ে পরে গাড়ি ঘুরিয়ে সাংসদ সোনামুখীর দিকে ফিরে যান।