কলকাতা

আগামী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

আগামী বৃহস্পতিবার ২২ জুন দক্ষিণবঙ্গ ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। সে ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ,বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ ও কিছুটা নদীয়ার এক-দুই জায়গায় ভারী বৃষ্টি সতর্কতা থাকছে এবং অন্যান্য জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান । তিনি বলেন,এই মুহূর্তে কন্ডিশন ফেভরেবল আছে। আগামী দু-তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি অংশগুলো যেখানে বর্ষা প্রবেশ করেনি সেখানে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা তৈরি হয়েছে। ২০জুন থেকে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি শুরু হচ্ছে।বৃষ্টি একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকছে ২২ এবং ২৩ জুন ।বাকি দিনগুলোতে হালকা ধরনের বৃষ্টিপাত। উত্তরবঙ্গে ২২ জুনের পর থেকে বৃষ্টির ইনটেনসিটি কমবে। ২০ এবং ২১ জুন উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে সমস্ত জায়গাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বেশ কিছু জায়গায় আবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে। ওপরের দিকে একটু বেশি বৃষ্টি হবার সম্ভাবনা থাকছে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে । ২৩ জুন নাগাদ বৃষ্টি একটু বাড়বে মালদা এবং দুই দিনাজপুরে। দিনের তাপমাত্রা প্রথম তিন দিন অনেকটাই কমে যাবে। প্রায় তিন থেকে চার ডিগ্রী। তারপরে কোন পরিবর্তন নেই। ২২ জুন নাগাদ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি বাড়বে। সে ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ,বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ ও কিছুটা নদীয়ার দু – এক জায়গায় ভারী বৃষ্টি সতর্কতা থাকছে এবং অন্যান্য জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।