কলকাতা

আগামী ২০ এপ্রিলের পর বঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস!

বাংলা নববর্ষের দিন কিছুটা আশার বাণী শোনালো আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২০ এপ্রিলের পর বঙ্গে ঝড় বৃষ্টির পরিবেশ সৃষ্টি হতে পারে। আপাতত স্যাটেলাইটে নজরদারি চালাচ্ছেন আবহাওয়াবিদরা আগামী কয়েক দিন যাওয়ার পর তারা এই বিষয়ে পূর্বাভাস দেবেন। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানী গণেশ কুমার দাস। বাংলা নববর্ষের দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, নববর্ষে ও মিলছে না গরমের হাত থেকে রেহাই। এই মুহূর্তে আমাদের রিজনে যদি আমরা দেখি একটি অক্ষরেখা রয়েছে যার অবস্থান হচ্ছে ঝাড়খন্ড থেকে তামিলনাড়ু। ফলে আজ আমাদের রাজ্যে অনেকটাই জলীয় বাষ্প প্রবেশ করেছে। ফলে তাপমাত্রা সকাল সাড়ে ১১ টার সময় রেকর্ড করা হয়েছে। সব জায়গাতেই এক থেকে দুই ডিগ্রী কম রয়েছে। এবার আগামী পাঁচ দিন ওয়েদার শুষ্ক থাকবে। এই যে অক্ষরেখা বলা হচ্ছে এটা টেম্পোরারি। তার কোন ইম্প্যাক্ট নেই। কাল রবিবার থেকে আবার এক থেকে দুই ডিগ্রি টেম্পারেচার বাড়তে শুরু করবে । আজকে নর্থ ও সাউথ ২৪ পরগনা, ইস্ট মেদিনীপুরে হিট ওয়েভ পরিস্থিতি থাকবে ।তাপমাত্রা ও ৪০ থেকে ওপরে থাকার সম্ভাবনা থাকছে । ৫ দিন ওয়েদার ড্রাই থাকবে। আমাদের রাজ্যে আর যে সতর্কবার্তা রয়েছে সেটাই কন্টিনিউ করবে আগামী ১৯ তারিখ পর্যন্ত কলকাতাতে। আজ ৪০° তাপমাত্রা থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি কাছাকাছি। উত্তরবঙ্গের ক্ষেত্রে নরমাল থেকে তাপমাত্র দু থেকে তিন ডিগ্রি ওপরে চলছে । কোচবিহার ,আলিপুরদুয়ার জলপাইগুড়ি , উওর ও দক্ষিণ দিনাজপুর সহ মালদা পর্যন্ত ৪০ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড হয়েছে। হিট ওয়েব কন্ডিশন এই মুহূর্তে । ঝড় বৃষ্টির কোথাও কোন সম্ভাবনা নেই। আজকে কিছু প্লানিং হয়েছে। কিন্তু এগুলো মিডিয়াম ক্লাউড। বৃষ্টি দেওয়ার মতো ক্লাউড নয়। আমরা খুব ক্লোজলি ওয়াচ করছি, কুড়ি তারিখের পর একটি চান্সেস রয়েছে ।এই বিষয়ে ১৭ তারিখে আবার আপডেট দেওয়া হবে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে।