কলকাতা

ফের রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দিন কয়েক বৃষ্টির দাপট কম থাকলেও, শুক্রবার থেকে রাজ্যে ব্যাপক ঝড়বৃষ্টির আশঙ্কা। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার মূলত আকাশ থাকবে মেঘলা। বিক্ষিপ্তভাবে একাধিক জেলায় ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। যদিও বৃষ্টি হলেও নেই স্বস্তি। দিনভর ভ্যাপসা গরমে তৈরি হবে অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উপকূলের জেলায় এদিন বাড়বে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, হাওড়া ও দুই ২৪ পরগনাতে। এছাড়াও রয়েছে শিলাবৃষ্টির আশঙ্কা। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। অন্যদিকে বৃষ্টি হলেও বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্থিকর গরম অনুভব করবেন দক্ষিণবঙ্গবাসী। আগামীকাল থেকে ক্রমশ ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। বেশিরভাগ জেলাতে শুক্রবার ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি । এই স্পেলের দুর্যোগ চলবে সপ্তাহান্তের পুরোটা ধরেই। মালদা ও দুই দিনাজপুরের নিচের দিকে জেলাগুলিতে আজ শুষ্ক আবহাওয়া। শুক্রবার থেকে উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।