কলকাতা

 হু হু করে নামছে পারদ, জাঁকিয়ে শীত বাংলায়

 জাঁকিয়ে শীত বাংলায়। ১১ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত দফায় দফায় পারা পতনের আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ১৫ ডিসেম্বর থেকে হাড় কাঁপানি শীত পড়ার সম্ভবনা। আজ থেকেই শীতের আমেজ টের পাবে রাজ্যবাসী। আগামী সপ্তাহে আরও নামবে পারদ। বৃহস্পতিবার থেকে রাজ্যে রাতের তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। উইকএন্ডে শহর কলকাতায় তাপমাত্রা নামতে পারে ১২ ডিগ্রি বা তারও নীচে। জাঁকিয়ে শীত পড়বে উত্তরবঙ্গে। সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহ থেকে শীতের আমেজ টের পাবে রাজ্যবাসী। তিন-চার দিন বৃষ্টিপাতের সম্ভবনা নেই। রাজ্য জুড়ে শীতের আমেজ। কলকাতায় জাঁকিয়ে শীত পড়ার আভাস। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি। কলকাতায় দুই ডিগ্রি নেমে গেল রাতের তাপমাত্রা। সকালে থেকেই কুয়াশা ধোঁয়াশা। রাত ও দিনের দুই তাপমাত্রাই স্বাভাবিকের নিচে।