দেশ

সোশ্যাল মিডিয়ার প্রধানমন্ত্রীর বাড়িতে বোমা হামলার হুমকি পোস্ট, গ্রেফতার বেঙ্গালুরুর যুবক

প্রধানমন্ত্রীর বাড়িতে বোমা হামলার হুমকি দিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার অভিযোগ উঠেছিল বেঙ্গালুরুর এক যুবকের বিরুদ্ধে। এই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাকে। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম নাওয়াজ। তিনি একজন কম্পিউটার মেকানিক। জানা গিয়েছে, ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন বিবাদ চলছিল তখনই সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছিলেন ওই যুবক। ইন্সটাগ্রামে একটি পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাড়িতে বোমা হামলা করার কথা বলেন নাওয়াজ। কেন প্রধানমন্ত্রীর বাড়িতে পাকিস্তান বোমা হামলা করেনি তা নিয়ে প্রশ্ন করেন তিনি। ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা থাকার সময়েই ওই পোস্ট ভাইরাল হয়। তার পরেই ওই যুবককে গ্রেপ্তার করার দাবি ওঠে। সূত্রের খবর, সেই পোস্টে ওই যুবক বলেছিলেন, ‘ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলার সময়ে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়িতে বোমা পড়েনি। তিনি (মোদী) শুধু সাধারণ এবং নিরাপরাধ মানুষের সমস্যা তৈরি করেন। তাই তাঁর বাড়িতে প্রথমে একটি বোমা ফেলা উচিত।’ পুলিশ জানিয়েছে, এই রকম কথা বলার জন্য ওই যুবকের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়। পুলিশ নিজেই ওই মামলা দায়ের করে। তার পরে বান্দেপালিয়া এলাকা থেকে নাওয়াজকে গ্রেপ্তার করা হয়। ইলেক্ট্রনিক সিটির বাসিন্দা নাওয়াজ ওই এলাকায় পেয়িং গেস্ট হিসেবে থাকতেন। বেঙ্গালুরু পুলিশের জয়েন্ট কমিশনার (পূর্ব) রমেশ বানোথ জানিয়েছেন, ওই যুবককে বান্দেপালিয়ার পুলিশ গ্রেপ্তার করে। তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। নাওয়াজের বিরুদ্ধে আগে থেকেই একটি মাদক মামলা আছে। এই নিয়ে আরও তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। কী কারণে ওই যুবক এই পোস্ট করেছিলেন তাও খতিয়ে দেখা হচ্ছে।