দেশ

রাশিয়ার করোনা ভাইরাসের ভ্যাকসিন থেকে সাবধান, বার্তা ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের

রাশিয়ার তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে রীতিমত সতর্ক থাকার বার্তা দিয়েছেন এইমস-এর ডিরেক্টর চিকিত্‍সক রণদীপ গুলেরিয়া। রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি রীতিমক নিরাপদ বলে মঙ্গলবারই দাবি করেছেন সে দেশের প্রেসিডেন্ট পুতিন। তাঁর মেয়ের শরীরেও ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে বলে দাবি করেন তিনি। কিন্তু ভারতের বিশেষজ্ঞ চিকিত্‍করা সেই ‘স্পিটনিক ভি’-র বিষয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন। তাদের কথায়, ভ্যাকসিন থেকে সাবধান। এছাড়া রণদীপ গুলিরিয়া মনে করেন, ভ্যাকসিন ব্যবহারের আগে তা নিরাপদ কিনা যাঁচাই করে দেখা প্রয়োজন। পাশাপাশি বিশ্বমান পুরণ করেছে কিনা তাও খতিয়ে দেখতে হবে। তিনি আরও বলেন ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের নমুনা ও কার্যকারিতা সঠিক ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। ক্লিনিক্যাল ট্রায়ালের সময় যেসব প্যারামিটারগুলির দিকে নজর দেওয়া হয়েছিল সেগুলিও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রতিষেধক প্রয়োগের পরে যে অ্যান্টিবডি তৈরি হয় তা কতক্ষণ কাজ করবে তাও জানান প্রয়োজন রয়েছে বলেও তিনি মনে করেন। শুধু রণদীপ গুলেরিয়াই নন অনেক বিশেষজ্ঞই মনে করছেন ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে কিছুটা হলেও তাড়াহুড়ে করেছে রাশিয়া।