কলকাতা

‘আগামী ২১ থেকে ২৩ নভেম্বর বাণিজ্য সম্মেলন, শিল্পের জন্য ৮ হাজার একর জমি অধিগ্রহণের জন্য চিহ্নিত করা হয়েছে’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

 আগামী ২১ নভেম্বর থেকে রাজ্যে শুরু হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। ২১ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এই বিজিবিএস বা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট চলবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার শিল্পপতি ও বিভিন্ন দফতরের কর্তা ও আধিকারিকদের নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের শিল্প বৈঠকে এ কথা জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, রাজ্যে আগামী নভেম্বর মাসে শুরু হবে তিন দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। ২১ নভেম্বর থেকে শুরু হয়ে টানা তিন দিন চলবে এই সম্মেলন। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রচারে ৪ থেকে ৫ রাজ্যে রোড শো করার ভাবনা রাজ্য সরকারের। পাশাপাশি এ রাজ্যে যে সমস্ত চাষের অযোগ্য জমি পড়ে রয়েছে শিল্পের জন্য সেগুলি অধিগ্রহণের চেষ্টা করতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। শিল্পের জন্য ৮ হাজার একর জমি চিহ্নিত করা হয়েছে বলেও এদিন বৈঠকে আলোচিত হয়।