কলকাতা

মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হলেন ভগবতী প্রসাদ গোপালিকা

প্রাক্তন মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকাকে রাজ্যের বিভিন্ন প্রকল্প তত্ত্বাবধানের জন্য মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা করা হল। একই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গ শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের চেয়ারম্যান ও হাইওয়ে ডেভলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টকরের দায়িত্বও সামলাবেন। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের নির্দেশীকা অনুযায়ী, আগামী তিন বছরের জন্য এই সমস্ত দায়িত্বে থাকবেন বি পি গোপালিকা। প্রসঙ্গত, ৩১ আগস্ট তিনি মুখ্যসচিব পদ থেকে তিনি অবসর নিয়েছেন। এদিকে, মুখ্যসচিব হিসেবে সোমবার ছিল মনোজ পন্থের প্রথম দিন। তিনি ১৯৯১ ব্যাচের আইএএস অফিসার। গোপালিকার স্থলাভিষিক্ত হলেন তিনি। এদিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পন্থের দীর্ঘ বৈঠক হয়। মুখ্যমন্ত্রী তাঁকে শুভেচ্ছা জানান।