সম্প্রতি ভারতী সিং এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়ার মুম্বইয়ের বাড়ি থেকে গাঁজা উদ্ধার করা হয়। এরপরই টেলিভিশনের এই তারকা জুটিকে একসঙ্গে করা হয় গ্রেফতার। গ্রেফতারির পর হর্ষ-ভারতীকে পাঠানো হয় বিচার বিভাগীয় হেফাজতে। মাদক কান্ডে জামিন পেলেন ভারতী সিং, হর্ষ লিম্বাচিয়া। মুম্বইয়ের এনডিপিএস আদালতের তরফে ভারতী এবং হর্ষের জামিন মঞ্জুর করা হয়। মাদক মামলায় গ্রেফতারির পর বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়া। আইনজীবী অতুল সারপান্ডে বলেন, তিনি এই মুহূর্তে অন্য মামলা নিয়ে ব্যস্ত। সেই কারণেই ভারতী, হর্ষের মামলার শুনানি যাতে অন্য তারিখে করা হয়, তার আবেদন করা হয়েছে। সেই আবেদনের পরও সোমবার শুনানি হয় এবং জামিন পান ভারতী, হর্ষ। এনসিবির হাতে গ্রেফতারির পরও তাঁদের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হেফাজতে না দিয়ে কেন বিচার বিভাগীয় হেফাজতে দেওয়া হল,তা নিয়ে বিভিন্ন প্রশ্ন ওঠে। এদিকে ভারতী, হর্ষের গ্রেফতারির পর সোমবার এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে এবং তাঁর টিম সোমবার মুম্বইয়ের গোরেগাঁওতে তল্লাসি শুরু করেন। সেখানেই মাদক পাচারকারীদের একটি দল এনসিবি অফিসারদের উপর আক্রমণ করলে ২ জন গুরুতর জখম হন। মুম্বই পুলিসের সহায়তায় এরপর পরিস্থিতি আয়ত্তে আসে।