বিনোদন

অনুষ্ঠান মঞ্চেই ভোজপুরী গায়িকা নিশা উপাধ্যায়কে গুলি

উপনয়ন অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন ভোজপুরী সিনেমার গায়িকা নিশা উপাধ্যায়। কিন্তু মঞ্চে গান চলাকালীনই ঘটে গেল অঘটন। এক যুবকের দেশি বন্দুক থেকে উল্লাসে ছোঁড়া গুলি সোজা গিয়ে লাগল নিশার পায়ে। আচমকাই আনন্দানুষ্ঠান বদলে গেল বিষাদে। সারণের জনতা বাজার থানা এলাকার এই ঘটনায় আতঙ্কে হুড়োহুড়ি লেগে যায় গোটা চত্বরে। গুরুতর জখম অবস্থায় গায়িকা এখন হাসপাতালে ভর্তি। যদিও যে বা যারা গুলি ছুঁড়েছিলেন তাঁদের হদিশ পায়নি পুলিস। তদন্ত শুরু হয়েছে।