ভাইরাল

‘আমি এখন সেলিব্রিটি, আর বাদাম বেচবো না’, ঘোষণা ভুবন বাদ্যকরের!

গোটা ভারত ছাড়িয়ে বিশ্ব কাঁপাচ্ছে। বীরভূমের অজ পাড়া গাঁয়ে গাওয়া এই ভুবন বাদ্যকারের গান মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যা ধীরে ধীরে দেশ ছাড়িয়ে গোটা বিশ্বে এখন রমরমিয়ে চলছে। যার রিমেক্স ভার্সান কিংবা টুইস্ট ভার্সান বানাচ্ছেন অনেকে। সেই ভুবন বাদ্যকার এখন জনপ্রিয়। কিছুদিন আগেই রাজ্য পুলিশের তরফে বিশেষ সম্মান দেওয়া হয় তাঁকে। দরিদ্র বাড়ির মানুষ ভুবনের সুর করা কাঁচা বাদাম গানের জনপ্রিয়তার নিরিখেই আজ ‘সেলিব্রিটি’ ভুবন। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন আর কাঁচা বাদাম বিক্রি করবেন না। বৃহস্পতিবার বীরভূমের ইলামবাজারে ভুবনের কাঁচা বাদাম গানের কপিরাইট সংক্রান্ত অনুষ্ঠান ছিল। ভুবনের দাবি ছিল তাঁর গাওয়া গানের স্বত্ব পাচ্ছেন না। অন্য কেউ ব্যবসা করে নিচ্ছে কিন্তু তিনি দাম পাচ্ছেন না। সেই কাজে এগিয়ে আসে ‘গোধূলি’ নামে এক মিউজিক কোম্পানি। বৃহস্পতিবার ইলামবাজারে তাদের তরফে ভুবন বাদ্যকরকে সংবর্ধনা দেওয়া হয়। এদিনই স্বাক্ষরিত হয় চুক্তিপত্র। তিন লক্ষ টাকা চুক্তি হয়েছে। এদিনই দেড় লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় ‘বাদাম কাকু’র হাতে। পরে আবার দেড় লক্ষ টাকা দেওয়া হবে। এরপরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভুবন বাদ্যকার জানিয়েছেন, ‘ওরা আমাকে সংবর্ধনা দিল। আর তিন লক্ষ টাকার চুক্তি হয়েছে। না না, এখন আর বাদাম বিক্রি করি না। এখন তো আমি সেলিব্রিটি। বাদাম বেচতে গেলে সবাই ঘিরে ধরে, বাদাম বিক্রি হয় না। আর আপনাদের কাছে যখন পৌঁছে গিয়েছি, তখন আর আশা করি, বাদাম বিক্রি করতে হবে না।’