দেশ

ব্রিজভূষণ সিংকে বাঁচানোর চেষ্টা করছে তদন্ত কমিটি, অভিযোগ কুস্তিগিরদের

জাতীয় কুস্তি ফেডারেশনের বিদায়ী সভাপতি তথা যৌন হেনস্তায় অভিযুক্ত বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংকে বাঁচানোর চেষ্টা করছে ক্রীড়া মন্ত্রকের গঠিত তদন্ত কমিটি। এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন আন্দোলনকারী কুস্তিগিররা। একই সঙ্গে তদন্ত কমিটির রিপোর্টকে একপেশে ও পক্ষপাতমূলক বলেও আখ্যা দিয়েছেন তাঁরা। জাতীয় কুস্তি ফেডারেশনের বিদায়ী সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংযের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে আন্দোলনে নেমেছেন সাক্ষী মালিক, বিনেশ ফোগত, বজরং পুনিয়ারা। ওই আন্দোলন গোটা দেশেই শোরগোল ফেলে দিয়েছিল। চাপে পড়ে শেষ পর্যন্ত বিজেপি ঘনিষ্ঠ বক্সার মেরি কমের নেতৃত্বে ছয় সদস্যের এক তদন্তকারী দল গঠন করে ক্রীড়া মন্ত্রক। ইতিমধ্যেই কমিটির পক্ষ থেকে মন্ত্রকের কাছে রিপোর্ট পেশ করা হয়েছে। যদিও ওই রিপোর্ট প্রকাশ্যে আনেনি মোদি সরকার। কিন্তু তদন্ত কমিটির তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারী কুস্তিগিররা। কুস্তিগির-রা জানিয়েছেন, ব্রিজভূষণের বিরুদ্ধে বয়ান দেওয়ার সময়ে ভিডিও রেকর্ডিং বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনকি যে বয়ান দেওয়া হয়েছিল তার সফট কপি অর্থা‍ৎ ভিডিওগ্রাফি চাওয়া সত্বেও তদন্ত কমিটি তা দিতে রাজি হয়নি। আর এক কুস্তিগির জানিয়েছেন, তাঁর সম্মতি না নিয়েই কুস্তি ফেডারেশনের যৌন হেনস্তা সংক্রান্ত কমিটিকে তাঁর নাম রাখা হয়েছে এবং কোনও বৈঠকে ডাকা হয়নি।