জেলা

বাড়ি ও আশ্রমে সিবিআই তল্লাশির পর নয়া দল গঠন করলেন নিয়োগ দুর্নীতি অভিযুক্ত বিভাস অধিকারীর

বাড়ি ও আশ্রমে সিবিআই তল্লাশির পর নয়া দল গঠন করলেন নিয়োগ দুর্নীতি অভিযুক্ত বিভাস অধিকারীর, এদিন ব্যক্তিগত কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছে নিজাম প্যালেসে। তিনি বললেন, ‘সিবিআই সিবিআইয়ের কাজ করছে, ইডি ইডির কাছ করছে। ওসবে ভয় পাই না’। একসময়ে বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি ছিলেন বিভাস। শনিবার নলহাটিতে তাঁর বাড়ি ও আশ্রমের তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। আজ, রবিবার কলকাতার নিজাম প্যালেসের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল শাসকদলের প্রাক্তন ব্লক সভাপতি। ব্যক্তিগত কারণ দেখিয়ে অবশ্য হাজিরা এড়িয়ে গিয়েছেন বিভাস। জানিয়েছেন, সোমবার নিজাম প্যালেসে যাবেন। এদিকে সিবিআই হানার পরেই নয়া দল তৈরি কথা ঘোষণা করেন বিভাস। নাম, অল ইন্ডিয়া আর্য মহাসভা। এদিন নলহাটির কৃষ্ণপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে সেই দলেরই যাত্রা শুরু হল। তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বললেন, ‘অল ইন্ডিয়া আর্য মহাসভা সারা দেশে আর্য সংস্কৃতি প্রতিষ্ঠা করতে দায়বদ্ধ’। তাঁর আরও বক্তব্য, ‘সিবিআই সিবিআইয়ের কাজ করছে, ইডি ইডির কাছ করছে। ওসবে ভয় পাই না। তাহলে তো অন্য দলে যোগ দিতাম নিজেকে বাঁচানোর জন্য। আলাদা দল গঠন করলে কি সিবিআই, ইডি কিছু করবে না’?