নিজস্ব সংবাদদাতাঃ বইয়ের সাদা-কালোর আশ্রয় ছেড়ে রুপোলি পর্দায় উঠে আসতে চলেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ক্যানভাসার কৃষ্ণলাল। ছবির মূল বিষয় সমাজের শ্রেণিবিভাজন। চারের দশকে লেখা বিভূতিভূষণের ছোটগল্পকে ফেলা হয়েছে সমসময়ের প্রেক্ষাপটে। ট্রেনের মতোই নানা কম্পার্টমেন্টে ভাগ হয়ে ছুটে চলেছে সমাজ। আমরা যারা কোনও একটা কম্পার্টমেন্টের যাত্রী, তাঁরা প্রায়শই অন্য কামরার জীবন বুঝে উঠতে পারি না। আমাদের কাছে সেটা যেন অন্য একটা জগৎ। তেমনই অন্য ভূমির এক বাসিন্দা ক্যানভাসার কৃষ্ণলাল। যার জীবনের ওঠাপড়ার গল্পকেই সিনেমার রূপ দিতে চলেছেন পরিচালক দেবরাজ দে ওরফে দেব ডি। পরিচালক হিসেবে এটিই তাঁর প্রথম ছবি। ছবির নাম, “ক্যানভাসার”। বাংলাদেশে ছবিটি মুক্তি পাবে বলে জানান পরিচালক। তবে মুক্তির আগে ছবিটিকে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখানোর পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। পরিচালক বলেন, আগামী বছর এপ্রিলে কোরিয়ায় অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসবে ছবির মুক্তির কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব হবে না। দুই বাংলার জনপ্রিয় অভিনেতাদের দেখা যাবে এই ছবিতে। মুখ্যভূমিকায় অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় তারকা হাসান মাসুদ। থাকছেন মনোজ মিত্র, কৌশিক সেন, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, পূরবী রক্ষিতের মতো পশ্চিমবঙ্গের পরিচিত অভিনেতারাও। এছাড়াও থিয়েটার জগতের বহু অভিনেতাদের দেখা যাবে বিভিন্ন চরিত্রে। পয়লা বৈশাখ শ্যুটিং হওয়ার কথা থাকলেও করোনার জেরে পিছিয়ে গিয়েছে দিনক্ষণ। আগামী সেপ্টেম্বর থেকেই শুরু হতে চলেছে কাজ। করোনা পরিস্থিতির জেরে নতুন নিয়মেই শ্যুটিং হবে। বাদ দেওয়া হচ্ছে ভিড়ের দৃশ্যগুলো।