আগামীকাল কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সূত্রের খবর, সোমবারr দুপুরে সেই মমতার সঙ্গেই বৈঠকে বসতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জনতা দল ইউনাইটেডের নেতা নীতীশ কুমার। যদিও এই বৈঠক হওয়ার কথা ছিল মঙ্গলবার বিকালে কালিঘাটে মমতার বাড়িতে। কিন্তু সেই সূচীর পরিবর্তন ঘটিয়ে এদিনই কলকাতায় পা রাখছেন নীতীশ। আর এদিনই দুপুরে নবান্নে দুই মুখ্যমন্ত্রীর বৈঠক হতে চলেছে। সেই বৈঠকের দিকেই তাকিয়ে থাকছে গোটা দেশ। দুপুর ২টো নাগাদ নবান্নে আসবেন নীতীশ।রাজনৈতিক মহল সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের লোকসভা ভোটের কথা মাথায় রেখে বিরোধী জোট গড়ার লক্ষ্যে এই বৈঠকে বসছেন তৃণমূল আর জেডি (ইউ) সুপ্রিমো। গত বেশ কয়েক মাস ধরে বিভিন্ন বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে ব্রিগেডে সমাবেশ ডেকে তিনিই সব বিরোধীদের একজোট করতে উদ্যোগী হয়েছিলেন। আর সে কথা মাথায় রেখে সম্প্রতি নয়াদিল্লিতে কংগ্রেসের শীর্ষনেতাদের সঙ্গে বৈঠকে শরদ পাওয়ার জানিয়েছেন, বিরোধী জোট গড়তে হলে সঙ্গে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে।