বিহারের আসন্ন বিধানসভা ভোটে সর্বশক্তি নিয়ে প্রচারে নামছে জাতীয় কংগ্রেস। শনিবার ভারতের নির্বাচন কমিশনের কাছে কংগ্রেস তাদের ৩০ জন তারকা নির্বাচনী প্রচারকের তালিকা পেশ করল। ২৮ অক্টোবর বিহারের প্রথম দফা ভোটগ্রহণ। এই তালিকা প্রথম দফার জন্যই। সেই তালিকায় কে নেই? প্রথমেই নাম রয়েছে অস্থায়ী সভানেত্রী সোনিয়া গান্ধীর। বস্তুত গোটা গান্ধী পরিবার অর্থাৎ প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী এবং সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও আসছেন বিহারের ভোটপ্রচারে। প্রচারকের তালিকায় নাম রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এরও। প্রচারে আসবেন অশোক গেহলট, অমরিন্দর সিং, ভূপেশ বঘেল-এর মতো বিভিন্ন রাজ্যের কংগ্রেসী মুখ্যমন্ত্রীরাও। কয়েক মাস আগেই দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা নেতা শচিন পাইলটও রয়েছেন বিহার নির্বাচনে কংগ্রেসের কয়েক মাস আগেই দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা নেতা শচিন পাইলটও রয়েছেন বিহার নির্বাচনে কংগ্রেসের তারকা প্রার্থীদের তালিকায়। রয়েছে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালার নামও। এছাড়া বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিংহ এবং রাজ বব্বরও বিহার নির্বাচনে কংগ্রেসের হয়ে প্রচার করবেন। তারকা প্রচারক হিসাবে থাকছেন প্রাক্চতন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ-ও।