দেশ

ছত্তিশগড়ের নকশাল ক্যাম্পে থেকে উদ্ধার প্রচুর অস্ত্র

জানা গিয়েছে ছত্তিশগড়ের নকশাল ক্যাম্পে হামলা চালিয়েছে নিরাপত্তাকর্মীরা। ছত্তিশগড়ের বিজাপুরের পেড্ডা কার্মায় ঘটেছে এই ঘটনা। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমান অস্ত্র, ওষুধ, মাওবাদী বই সহ আরও বেশ কিছু জিনিস। শনিবার সকাল ৮টা নাগাদ, বিজাপুর জেলার পেড্ডা কোরমার জঙ্গলে মাওবাদীদের গাঙ্গালুর এরিয়া কমিটির সঙ্গে ডিআরজি, বস্তার ফাইটার, সিআরপিএফ, কোবরা সৈন্যদের মুখোমুখি হয়।নকশাল কমান্ডার এবং গাঙ্গালুর এরিয়া কমিটির সেক্রেটারি দীনেশ মোড়িয়াম, গাঙ্গালুর এলওএস কমান্ডার দুলা করমের উপস্থিতির খবর পেয়ে এই আক্রমণ চালায় ডিআরজি, বাস্তার ফাইটার, এসটিএফ এবং কোবরা সৈন্যরা। মাওবাদী শিবির থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী, ওষুধ, নিষিদ্ধ মাওবাদী সংগঠনের প্রচার সামগ্রী, মাওবাদী সাহিত্য, মাওবাদী ইউনিফর্ম এবং অন্যান্য দৈনন্দিন ব্যবহারের সামগ্রী উদ্ধার করা হয়েছে।