বিনোদন

প্রকাশ্যে এল ‘বিনোদিনী- একটি নটীর উপাখ্যান’-এর প্রথম গান ‘কাহ্না’

প্রকাশ্যে এল ‘বিনোদিনী- একটি নটীর উপাখ্যান’-এর প্রথম গান। আর তাতেই ‘বিনোদিনী দাসি’র ভূমিকায় যে নৃত্যশৈলী পরিবেশন করলেন রুক্মিণী মৈত্র, তাতে মুগ্ধ দর্শকমহল। ‘নটী বিনোদিনী’র চরিত্রে অভিনয় করার জন্য কড়া হোমওয়ার্ক করেছিলেন রুক্মিণী মৈত্র। ২০১৯ সালে যখন পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের তরফে এই সিনেমার জন্য প্রস্তাব পান, তখন থেকেই আদা জল খেয়ে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছিলেন অভিনেত্রী। নাচের প্রশিক্ষণ নিয়েছেন। নতুন নৃত্যশৈলী শিখতে হয়েছে তাঁকে। রুক্মিণীর সেই কড়া হোমওয়ার্কের ঝলকই এবার দেখা গেল ‘কানহা’ গানে। বিনোদিনীর বঞ্চনার অধ্যায় থেকে তাঁর জীবনকাহিনীর কিয়দংশ তাঁর ফ্রেমে রামকমল তুলে ধরতে চলেছেন দর্শকদের কাছে। বাংলার নাট্যদুনিয়ার অন্যতম ‘কাণ্ডারী’র চরিত্রকে আত্মস্থ করতে কোনওরকম কসরত বাকি রাখেননি রুক্মিণী মৈত্র। মঞ্চে বিনোদিনীর বডি ল্যাঙ্গুয়েজ থেকে ব্যক্তিত্ব, নৃত্যশৈলী আত্মস্থ করতে হয়েছে তাঁকে। তারই ঝলক দেখা গেল ‘বিনোদিনী- একটি নটীর উপাখ্যান’ সিনেমা থেকে মুক্তিপ্রাপ্ত পয়লা গান ‘কানহা’য়। সেই গানে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল। বুধবার মিউজিক ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল।