জেলবন্দি অনুব্রত মণ্ডল। তাতেও কুছপরোয়া নেই। বীরভূম রইল তৃণমূলেরই। বিপুল ব্যবধানে জয়ী শতাব্দী রায় ও অসিত মাল। বীরভূমের দুটি আসন বোলপুর ও বীরভূম। সহজেই বীরভূমে জিতেছেন সাংসদ শতাব্দী রায়। আর বোলপুরে বিপুল ব্যবধানে জিতেছেন অসিত মাল। এই নিয়ে চতুর্থবার সংসদে যাচ্ছেন শতাব্দী। অনুব্রত জেলে যাওয়ার পর একটা ‘কিন্তু’ দেখা দিয়েছিল। অনুব্রতহীন বীরভূমে দুটি আসন জিতিয়ে আনা একরকম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তবে অনুব্রতকে সামনে রেখেই প্রচার চলেছে সেখানে। জেলাজুড়ে প্রায় সব ব্যানার, হোর্ডিংয়ে দেখা গিয়েছিল অনুব্রতকে। তাঁকে সামনে রেখেই চলেছে প্রচার। তাঁর পদ্ধতিতেই ভোট করানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছেন অনুগামীরা। অনু্ব্রতর পথে হেঁটেই মিলল সাফল্য। বিরাট ব্যবধানে সেখানকার দুটি আসনই নিজেদের দখলে নিল বাংলার শাসকদল।