কলকাতা

৪ কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা বিজেপির, তালিকায় নেই কোনও বড় চমক!

৪ দিন আগেই চার কেন্দ্রে উপনির্বাচন প্রার্থী ঘোষণা করে ফেলেছে তৃণমূল। এবার ওই চার কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বিজেপিও। তবে বিজেপির প্রার্থী তালিকায় বড় কোনও চমক নেই। শান্তিপুরে বিজেপির হয়ে লড়বেন নিরঞ্জন বিশ্বাস, খড়দহে লড়বেন জয় সাহা,  গোসাবায় লড়বেন পলাশ রানা। দিনহাটায় বিজেপির প্রার্থী অশোক মন্ডল। আগামীকাল এই উপনির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। তার আগে আজ এই প্রার্থীপদ ঘোষণা করল বিজেপি।