জেলা

বাংলায় দ্বিতীয় প্রার্থীতালিকা প্রকাশ বিজেপির, তমলুকে অভিজিৎ, ব্যারাকপুরে অর্জুন, ৪টি আসনের এখনও কাটল না জট

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। রবিবার রাতে দিল্লিতে বিজেপির সদর দফতর থেকেই ঘোষণা করা হল বাংলার ১৯টি আসনের প্রার্থীদের নাম। তবে  এখনও বাকি ৪ আসন । বাংলায় এবার দ্বিতীয় দফায় প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি। প্রত্যাশা মতোই দলবদলের পর টিকিট পেলেন অর্জুন সিং। ব্য়ারাকপুর থেকেই লড়ছেন তিনি। তমলুকে প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা উত্তর থেকে তাপসকে প্রার্থী করেছে বিজেপি। এ ছাড়া বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা ঘিরে নানা জল্পনার একটি ছিল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে। বিজেপির প্রথম তালিকায় দিলীপের নাম না থাকায় প্রশ্ন উঠতে শুরু করেছিল, তাঁকে তাঁর পুরনো কেন্দ্র মেদিনীপুর থেকেই প্রার্থী করা হবে তো! দেখা গেল, দিলীপের সমর্থকদের সেই ‘আশঙ্কা’ও সত্যি হয়েছে। মেদিনীপুরে দিলীপের পুরনো কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পালকে। দিলীপকে প্রার্থী করা হয়েছে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে। গত কালই পদ্মের কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক হয়ে গিয়েছিল। প্রার্থী তালিকা সংক্রান্ত সিদ্ধান্ত নেয় এই কমিটিই। তবে তার পরও রবিবার দিনভর বাংলা-সহ অন্য রাজ্যগুলির প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হয় বিজেপির অন্দরে। জানা গিয়েছে, রবিবার সন্ধ্যাতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। এর পরেই ঘোষণা করা হয় প্রার্থীদের নাম। সন্দেশখালি, সেখানকার বিজেপি প্রার্থী নিয়ে জল্পনা ছিল। রবিবার বিজেপি বসিরহাটের প্রার্থী হিসাবে ঘোষণা করেছে সন্দেশখালিরই এক গৃহবধূকে। তাঁর নাম রেখা পাত্র। সন্দেশখালির ঘটনায় এই রেখাই এফআইআর দায়ের করেছিলেন শিবু হাজরাদের বিরুদ্ধে। তবে এ বারও বাংলার ৪২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করতে পারল না কেন্দ্রের শাসকদল বিজেপি। প্রথম দফায় বাংলার ২০টি আসনে নাম ঘোষণা করেছিল বিজেপি। দ্বিতীয় দফাতে ১৯টি আসনেরই প্রার্থী ঘোষণা করা হয়েছে। বিজেপি সূত্রে খবর, এখনও বাংলার ডায়মন্ড হারবার, বীরভূম, ঝাড়গ্রামের প্রার্থী নিয়ে ঐকমত্যে পৌঁছতে পারেনি বিজেপি নেতৃত্ব। অন্যদিকে, আসানসোলে ভোজপুরি গায়ক-নায়ক পবনকে প্রার্থী করে বিতর্কে জড়িয়েছিল বিজেপি। পরে পবনও জানিয়ে দেন, তিনি ওই কেন্দ্র থেকে প্রার্থী হতে চান না। সেখানে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন‌্হার বিরুদ্ধে বিজেপি কাকে যুদ্ধে নামায় সে দিকেও নজর রয়েছে বাংলার। তবে এই ৪ কেন্দ্রের জন্য বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা ঘোষণার জন্যই অপেক্ষা করতে হবে বঙ্গবাসীকে।

জলপাইগুড়ি- জয়ন্ত রায়

দার্জিলিং- রাজু সিং বিস্তা

রায়গঞ্জ-কার্তিক পাল

জঙ্গিপুর- ধনঞ্জয় ঘোষ

কৃষ্ণনগর- রাজমাতা অমৃতা রায়

ব্য়ারাকপুর- অর্জুন সিং

দমদম-শীলভদ্র দত্ত

বারাসাত-স্বপন মজুমদার

বসিরহাট-রেখা পাত্র(সন্দেশখালির প্রতিবাদী)

মথুরাপুর-অশোক পুরকাইত

কলকাতা দক্ষিণ-দেবশ্রী চৌধুরী

কলকাতা উত্তর- তাপস রায়

উলুবেড়িয়া- অর্জুন উদয় পালচৌধুরী

শ্রীরামপুর– কবীরশংকর বোস

আরামবাগ- অরূপকান্তি দিগার

তমলুক-অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়

মেদিনীপুর- অগ্নিমিত্রা পল

বর্ধমান পূর্ব- অসীম কুমার সরকার

বর্ধমান-দুর্গাপুর- দিলীপ ঘোষ

আসানসোল- ঘোষণা হয়নি

বীরভূম- ঘোষণা হয়নি

ডায়মন্ড হারবার- ঘোষণা হয়নি

ঝাড়গ্রাম- ঘোষণা হয়নি