দেশ

ভোটে জিতলে বিনামূল্যে করোনার টিকা, বিহারে ইস্তেহার প্রকাশ বিজেপি-র

বিহারে এনডিএ ক্ষমতায় এলে প্রত্যেক বিহারবাসীকে বিনামূল্যে করোনার টিকা দেওয়া হবে। এদিন ইস্তেহার প্রকাশ করে ঘোষণা করল বিজেপি। পাশাপাশি ১৯ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিল। বিহার বিধানসভা নির্বাচনের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।এও জানিয়ে দিল, এনডিএ ক্ষমতায় এলে আগামী পাঁচ বছর নীতীশ কুমারই বিহারের মুখ্যমন্ত্রী থাকবেন। বিরোধী মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী যাদব প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁরা ক্ষমতায় এলে ১০ লক্ষ কর্মসংস্থান হবে বিহারে। এই নিয়ে খোঁচা দেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রশ্ন তোলেন, কীভাবে তেজস্বী এত কর্মসংস্থানের ব্যবস্থা করবেন?‌ লালু-পুত্রকে ‘‌অনভিজ্ঞ’‌-ও বলেন। সেখানে দাঁড়িয়ে জেডিইউ-এর শরিক বিজেপি ১৯ লক্ষ কর্ম সংস্থানের প্রতিশ্রুতি দিয়েছে। এবার এই নিয়েই চেপে ধরছে বিরোধীরা।‌ বিজেপি অবশ্য ইস্তেহারে জানিয়েছে, তিন লক্ষ সরকারি শিক্ষক নিয়োগ হবে। এক লক্ষ সরকারি স্বাস্থ্য কর্মী। বাকি কর্মসংস্থানের জন্য বিহারে আইটি হাব গড়ে তোলা হবে।সেখানে আরও ১০ লক্ষ বিহারবাসী চাকরি পাবেন। ৩০ লক্ষ পাকা বাড়ি তৈরি করারও প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার পর অর্থমন্ত্রী বলেছেন, ‘বিহার এমন একটি রাজ্য, যে রাজ্যের সমস্ত নাগরিক রাজনৈতিকভাবে সংবেদনশীল এবং সচেতন। একটি দল কী প্রতিশ্রুতি দেয়, তা তাঁরা ভালো করেই জানেন। আমরা যা প্রতিশ্রুতি দিয়ে থাকি তা পূরণও করি। তাই কেউ যদি আমাদের নির্বাচনী ইস্তেহার নিয়ে প্রশ্ন তোলেন, তাহলে আত্মবিশ্বাসের সঙ্গে আমরা জবাব দিতে পারব।’অর্থমন্ত্রী বলেন, নিজেদের দক্ষতার জন্য দেশের বিভিন্ন রাজ্যে চাকরি পাচ্ছেন বিহারের জনগণ। সকলের জন্য বিকাশের অনেক সম্ভাবনা রয়েছে। এটা সম্ভব হয়েছে, কারণ বিহার সরকার পূর্ববর্তী সমস্ত প্রতিশ্রুতি আত্মবিশ্বাসের সঙ্গে পূরণ করেছে। এনডিএ তথা নীতীশ কুমারকে পুনরায় জয়ী করার আবেদন জানিয়ে নির্মলা বলেছেন, ‘এনডিএ-কেই জয়ী করুন, এজন্য রাজ্যের জনগণের কাছে আবেদন জানাচ্ছি। আগামী ৫ বছরের জন্য নীতীশ কুমার হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর নেতৃত্বে ভারতের প্রগতিশীল ও উন্নত রাজ্যে উন্নীত হবে বিহার।