কলকাতা

কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে সোমবার পুরসভা ঘেরাও অভিযানে নামছে বিজেপি

কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে সোমবার পথে নামার ঘোষণা গেরুয়া শিবিরের। কিন্তু রাজ্যে করোনা পরিস্থিতিতে জারি হয়েছে একাধিক বিধিনিষেধ। তাই পুরসভা অভিযানের অনুমতি পায়নি গেরুয়া শিবির। যদিও বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তা মানতে নারাজ। সোমবার নির্দিষ্ট সময়েই মিছিল হবে বলে হুঁশিয়ারি দিলীপের। রবিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে দিলীপ ঘোষ জানান, আগামী সোমবার নির্দিষ্ট সময় অনুযায়ী মিছিল হবে। সাধারণ মানুষের স্বার্থের কথা ভেবে কোনও বাধাই গ্রাহ্য করা হবে না বলে জানান তাঁরা। এদিকে করোনা পরিস্থিতিতে কলকাতা পুলিশের তরফে অনুমতি পাওয়া যে কঠিন হবে, তা আগেভাগেই বুঝতে পেয়েছিল বিজেপি। সূত্রের খবর, তাই ছোট ছোট ভাগে পুরসভার দিকে এগোবে মিছিল। মিছিলের সামনে থাকবেন মহিলারা। কলকাতার কর্মী-সমর্থকদের মিছিলে উপস্থিতির উপর বেশি জোর দেওয়া হচ্ছে। এদিকে, সোমবারের অভিযানে যে অনুমতি নেই, তা চিঠি লিখে বিজেপিকে জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ। সোমবার পুলিশি বাধা অগ্রাহ্য করে পুরসভা অভিযান ঘিরে অশান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে।